দেশে রাজনৈতিক ব্যক্তিত্বসহ সব সাধারণ মানুষ আজ বন্দী উল্লেখ করে ‘পুরো দেশ আজ কারাগারে পরিণত হয়েছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার হোটেল পুর্বানীতে ইসলামী ঐক্যজোটের আয়োজনে দু’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, সরকারের লোকেরা অপরাধ করলেও তারা অপরাধী নয়। বিচার বিভাগ দলীয়করণ করার কারণে সুবিচার পাওয়া যায় না । এখানে দলীয় লোক দেখে বিচার করা হয়। তারা যাই করুক তা বিচারের উর্ধ্বে থাকে। তাদের হাত থেকে মহিলারাও নিরাপদ নয়।
তিনি আরও বলেন, বিদেশীরা বলেছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে। কিন্তু তার পরেও তারা ভয়ে নির্বাচন দিচ্ছে না।
এতে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী।
Advertisements